রাহুলকে চুমু দিয়ে থাপ্পড় খেলেন সমর্থক

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৫, ১৯:৪৫
শেয়ার :
রাহুলকে চুমু দিয়ে থাপ্পড় খেলেন সমর্থক

ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে ভালোবেসে চুমু দিয়েছেন এক সমর্থক। তবে বিপরীতে থাপ্পড় খেতে হয়েছে তাকে।  বিহারের পুর্নিয়া-আরারিয়ায় আজ রবিবার এই ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ‘ভোটার অধিকার যাত্রায়’ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ওই সময় নিরাপত্তা প্রটোকল টপকে এক সমর্থক রাহুল গান্ধীর কাছে চলে যান। তিনি তার কাঁধে চুমুও দেন। তবে রাহুলকে চুমু দিয়ে থাপ্পড় খেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাহুল মোটরসাইকেল বহর নিয়ে এগিয়ে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। তখনই একজন দৌড়ে তার কাছে চলে আসেন। তখন রাহুলের নিরাপত্তারক্ষীরা তাকে একটা ধাক্কা মারেন। সঙ্গে তাকে কয়েক দফা চড় মারেন তারা। এরপর রাহুলের কাছাকাছি যারাই চলে আসছিলেন তাদের ধাক্কা ও চড় মারছিলেন নিরাপত্তারক্ষীরা।

গত ১৭ আগস্ট থেকে ১৬ দিনের ১ হাজার ৩০০ কিলোমিটারের ভোটার অধিকার যাত্রা শুরু করেন রাহুল গান্ধী। বিহারের নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে তিনি এ যাত্রা শুরু করেন।