জামায়াতের আমিরের বাসায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় গেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ রবিবার জামায়াতের আমিরের বাসভবন পরিদর্শনে যান ইসহাক দার। বিষয়টি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবন পরিদর্শন করেছেন, যিনি হৃদরোগের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী নিজের পক্ষ থেকে আমিরের সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করেন।
এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতি, শিক্ষা এবং সমাজকল্যাণ ক্ষেত্রে আমিরের আজীবন ইতিবাচক অবদানের প্রশংসা করেছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?