ইঞ্জিনিয়ারিং পেশায় ‘বৈষম্য’ নিরসনে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৫, ১৭:৩৫
শেয়ার :
ইঞ্জিনিয়ারিং পেশায় ‘বৈষম্য’ নিরসনে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

ইঞ্জিনিয়ারিং পেশায় বৈষম্য নিরসনসহ তিন দফা দাবিতে রাজশাহীতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ রবিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘রাজশাহী বিভাগীয় ইঞ্জিনিয়ারগণ’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীদের দাবি- নবম গ্রেডে কোনো কোটা ছাড়া কেবল বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। দশম গ্রেডের নিয়োগ সকলের জন্য উন্মুক্ত করতে হবে। বিএসসি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না, ডিপ্লোমাধারীদের জন্য ‘টেকনিশিয়ান’ পদবি নির্ধারণ করতে হবে।

রুয়েট ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার বলেন, ‘দশম গ্রেড উন্মুক্ত করতে হবে এবং নবম গ্রেডে নিয়োগ দিতে হবে মেধার ভিত্তিতে। প্রমোশনাল মাধ্যমে নবম গ্রেডে আসা অন্যায়। এতে প্রকৌশল খাত মেধাশূন্য হয়ে যাচ্ছে।’

পাবিপ্রবি শিক্ষার্থী রিমন শেখ বলেন, ‘নবম গ্রেডে পদোন্নতির মাধ্যমে নয়, পরীক্ষার মাধ্যমেই নিয়োগ হতে হবে। দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত করতে হবে।’

এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে রাজপথে নেমেছে। দ্রুত সমাধানের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে।’়