বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক
২৪ আগস্ট ২০২৫, ১৬:৫৪
শেয়ার :
বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা: হাসনাত আবদুল্লাহ

রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ রবিবার নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহসহ নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন,‘বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী। যারা গুণ্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠাণ্ডা করে দিতে চায়, যারা একটা প্রেসক্রিপশন নির্বাচনের দিকে যেতে চায়। আমরা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদককে বলব, আপনারা জনগণের পালস্ বুঝুন, ২৪ পরবর্তী জনগণের পালস্ বুঝুন। নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে। আজকে নির্বাচন কমিশনে যে ঘটনা ঘটেছে, সেখানে বিএনপি কী অবস্থান নেয় আমরা তা নজরে রাখব।’

তিনি আরও বলেন,‘নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছেন, আপনারা যদি মনে করেন নিজেরা এ কমিশন পরিচালনা করতে পারবেন না এবং অন্যরা পরিচালনা করছে, তাহলে মানুষের সামনে এসে তা প্রকাশ করুন। না হলে নূরুল হুদার কমিশনের মতো একই পরিণতি হবে। বাংলাদেশের মানুষ আবার কোনো মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না।’

এনসিপি নেতা আরও বলেন,‘আপনারা দেখেছেন কিভাবে বিএনপির একজন... আমরা চাইলে এখানে গুণ্ডা নিয়ে আসতে পারতাম। অর্থাৎ গুণ্ডাদের পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন। আমরা দেখেছি নির্বাচন কমিশনের বাইরে লাঠিসোটা দিয়ে পাহারা দিচ্ছে। যদি নির্বাচন কমিশনের অবস্থান এমন হয়, তাহলে সারা বাংলাদেশে বিএনপির যারা রয়েছে, এই গুণ্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোটকেন্দ্র দখল করবে সেটির আজ টেস্ট ম্যাচ হয়ে গেছে।’

তিনি আরও বলেন,‘আজকের ন্যক্কারজনক ঘটনাটি, যার সাক্ষী হয়েছে পুরো বাংলাদেশ, মূলত আগামী নির্বাচনের চিত্র তুলে ধরেছে। সেই নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা কী হবে, বিএনপি কী ভূমিকা রাখবে, পুলিশ দর্শকের ভূমিকায় থাকবে নাকি কার্যকর ভূমিকা পালন করবে—সেটির আজ প্রমাণ হয়ে গেছে।’