এই প্রথম ইমন ও শবনম ফারিয়া
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসকে সামনে রেখে নির্মিত টেলিছবিতে জুটি বাঁধলেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও অভিনেত্রী শবনম ফারিয়া। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন তারা। নজরুলের সুপরিচিত গান ‘প্রিয় এমন রাত যেন যায় না বৃথা’র ভাবকে উপজীব্য করে এর গল্প এগিয়েছে। গল্পে এক প্রেমিকার আবেগময় আকুতি ফুটে উঠেছে।
মুশফিকুর রহমান গুলজারের চিত্রনাট্য ও পরিচালনায় টেলিছবির নাম ‘প্রিয় এমন রাত’। এতে আরও অভিনয় করেছেন তুষার খান, সাবিহা মালিহা শখ, আনন্দ, শেলীসহ অনেকে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘তার অনেক জনপ্রিয় প্রেমের গান আছে, যা মন দিয়ে শুনলে বুঝতে পারা যায়- এর পরতে পরতে ছড়িয়ে আছে গল্প। আমি চেষ্টা করেছি এমনই একটি জনপ্রিয় গান নিয়ে গল্পটি নির্মাণের। এই প্রথম ইমন ও শবনম ফারিয়া জুটিবদ্ধ হয়ে নজরুলের কোনো নাটকে অভিনয় করেছেন। তাদের এই কাজটি খুব ভালো হয়েছে। আশা করি, দর্শকরা তাদের জুটিকে গ্রহণ করবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
নির্মাতা জানান, টেলিছবিটি আগামী ২৭ আগস্ট বিকাল ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’