১৫ বছর বিএনপির জন্য লড়াই করলাম, তারাই ধাক্কা দেয়: রুমিন ফারহানা
বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়। ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই।’
আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রুমিন ফারহানা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
রুমিন ফারহানা বলেন, ‘আমি একজন আইনজীবী। আমি মনে করেছি আমার কেস নিজেই প্রেজেন্ট করব। সো, আমার কেস আমি প্রেজেন্ট করেছি। আশা করেছিলাম, নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩-এ যারা আছেন, তারা গুন্ডা-পান্ডা নিয়ে ঢুকবেন না নির্বাচন কমিশনে। দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, ব্রাহ্মণবাড়িয়া-৩-এ যিনি প্রার্থী, তিনি তার সদলবলে ২০-২৫ জন মিলে গুন্ডা-পান্ডার মতো আচরণ করলেন। কমিশনের যে ভাবমূর্তি, যে গাম্ভীর্য এবং যে সম্মান—সেটার সঙ্গে এটা যায় না।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এনসিপি নেতা আতাউল্লাহকে মারধরের বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘তিনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন, তিনি এনসিপি থেকে এসেছেন না জামায়াত থেকে জানি না। তবে তিনি প্রথম পাঞ্জাবি পরা একজন, যিনি আমাকে ধাক্কা দিয়েছেন। তারপর আমার লোক তো বসে থাকবে না। আমি তো একজন নারী।’