এবার সিনেমা ছাড়ার ঘোষণা অনন্ত জলিলের
বেশ কিছুদিন আগে সিনেমা ছাড়ার ঘোষণা দেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সে সময় তিনি বলেন, ‘হাতে দুই-তিনটি সিনেমা আছে। সেগুলো শেষ করে সিনেমা থেকে সরে যাবো। দুই সন্তান বড় হচ্ছে। তারা যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে?’
স্ত্রী বর্ষার পর এবার স্বামীর পক্ষ থেকেও একই ঘোষণা আসল। প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিলও জানালেন, সিনেমা ছেড়ে দেবেন তিনি। গতকাল শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে তিনি একথা জানান।
অনন্ত জলিল বলেন, ‘আমাদের দুই ছেলে। বড়ছেলে আটপারা কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ্। ছোট ছেলেও কোরআন রিডিং খতম করেছে। আরেকবার শেষ করে মুখস্ত করবে। একজনের বয়স ১০ বছর, আরেকজনের সাড়ে ৭ বছর। বর্ষা যখন প্রথম প্রেগন্যান্ট হয়, তখন আমরা নিয়ত করেছিলাম আমাদের বাচ্চাকে মুফতি বানাব ইনশাআল্লাহ, ওরা মদিনাতে পড়াশোনা করবে। ইসলামিক মাইন্ডে রাখব।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সিনেমা ছাড়ার ইঙ্গিত দিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমার দুই ছেলে মানারতে পড়ে। ওখানে ইংলিশের সাথে অ্যারাবিক পড়ে। জোহর নামাজের পর ওদের ছুটি দেওয়া হয়। বাসা থেকে খাওয়াদাওয়া করে ওদের টিচার আসে, পরে আবার মাদ্রাসায় চলে যায় আবার এশার নামাজের পর বাসায় আসে। ওরা আমাদের চেয়ে বেশি ব্যস্ত থাকে। যেহেতু ওরা জেনারেল ইসলামিক লাইনে পড়াশোনা করে, ওদের আম্মু সিনেমা করে এটা দেখতে ভালো লাগবে না। আমিও চাইব না, আমার বাচ্চারা ইসলামিক পড়াশোনা করবে আর আমরা সিনেমা করব, এটা দেখতে ভালো লাগবে না।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বলা দরকার, এই তারকা দম্পতির অভিনীত ‘দ্য স্পাই’, ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাগুলো নির্মাণাধীন। যেখানে ভারতীয় নামকরা অভিনেতারা আছেন।
অনন্ত জলিল বলেন, ‘আমাদের হাতের কাছে দুই-তিনটা কাজ আছে। অর্ধেক শেষ, অর্ধেক বাকি কিংবা সত্তর পারসেন্ট শেষ ও কিছু বাকি আছে এগুলো শেষ করে হয়তো… আসলে করোনা এবং এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ব্যবসার দিকে বেশি সময় দিতে হচ্ছে। নইলে এতো বড় কর্মসংস্থান ধ্বংস হয়ে যাবে।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’