‘মনে হচ্ছিল প্রাণ ফিরে পেলাম’
বাংলা গানের চিরসবুজ’খ্যাত গায়ক কুমার বিশ্বজিৎ। তার একমাত্র সন্তান কুমার নিবিড় ২০২৩-এর ফেব্রুয়ারিতে কানাডায় মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হন। সেই থেকে এখনও পর্যন্ত দেশটিতে চিকিৎসাধীন নিবিড়। বর্তমানে কানাডার মিসিসাগারের একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। আর ছেলের পাশেই দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন বাবা কুমার বিশ্বজিৎও।
ছেলের দুর্ঘটনার পর কুমার বিশ্বজিৎ গানে ছিলেন প্রায় অনিয়মিত। মাঝে বিশেষ অনুরোধে যুক্তরাষ্ট্রের ক’টি অনুষ্ঠানে গেয়েছেন তিনি। এরপর আবারও গান থেকে দূরে ছিলেন তিনি।
সম্প্রতি কণ্ঠশিল্পী কিশোর দাসের জন্য একটি গানের সুর-সংগীত করেন কুমার বিশ্বজিৎ। ‘কান্দে রে ভাই কান্দে’ শিরোনামের গানটি লিখেছেন আলী আকবর রুপু। সুর-সংগীতের বাইরেও গানের মধ্যে আরও চমক দিয়েছেন কুমার বিশ্বজিৎ। এর ভিডিও’র শেষদিকে আবির্ভূত হন তিনি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এবার গেল শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে সংগীত পরিবেশনের মধ্যদিয়ে আবারও স্টেজ শোতে ফেরার ঘোষণা দিলেন অসংখ্য কালজয়ী গানের এই গায়ক।
স্টেজে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমার জীবনে যা কিছু অর্জন সবকিছুই গানের মাধ্যমে। এক জীবনে শ্রোতাদের কাছে এত ভালোবাসা পেয়েছি তা বলে শেষ করা যাবে না। অনেকদিন পর স্টেজ শোতে ফিরলাম। সরাসারি শ্রোতা-ভক্তদের সঙ্গে গানে ও কথায় দারুণ এক আবহ তৈরি হয়েছিল। স্টেজ হচ্ছে একজন শিল্পীর প্রাণের জায়গা। এখানে দীর্ঘদিন পর গাইতে পেরে মনে হচ্ছিল প্রাণ ফিরে পেলাম আবারও। আজ ২৪ ও আগামী ৩০ আগস্ট এবং ৬ ও ৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় সব মিলিয়ে পাঁচটি স্টেজে সংগীত পরিবেশন করব। আশা করি, সব শো দারুণ হবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তিনি আরও বলেন, ‘নিবিড়ের দুর্ঘটনার সময় থেকে আজ অবধি সারা পৃথিবীর আনাচে-কানাচে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে আমি আমার ছেলের জন্য যে দোয়া পেয়েছি, তা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতিনিয়ত তারা নানান মাধ্যমে আমার ছেলের খোঁজ নিয়েছেন। তারা আমার ছেলের জন্য যে ভালোবাসা দেখিয়েছেন তাতে সত্যিই মুগ্ধ আমি। তো সেসব মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে, ভালোবাসা জানাতেই আমি তাদের সামনে আবারও গাওয়া শুরু করলাম।’