চমক দিলেন হাশিম মাহমুদ

বিনোদন প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৫, ১২:০৯
শেয়ার :
চমক দিলেন হাশিম মাহমুদ

‘সাদা সাদা কালা কালা’ গানটি শুনেনি এমন মানুষের দেখা মেলা ভার। ২০২২ সালে ‘হাওয়া’ সিনেমার সুবাদে সারা দেশে ঝড় তুলেছিল গানটি। হাশিম মাহমুদের কথা ও সুরে এর সংগীতায়োজন করেছিলেন ইমন চৌধুরী আর কণ্ঠ দিয়েছিলেন এরফান মৃধা শিবলু। এ ত্রয়ীকে এরপর পাওয়া গিয়েছিল কোক স্টুডিও বাংলার ‘কথা কইয়ো না’ শিরোনামের গানে।

মাঝে বিরতি; এবার হুট করে সেই বিরতি ভাঙলেন হাশিম মাহমুদ। ফিরলেন সেই ইমন চৌধুরীকে নিয়ে, তাও আবার কোক স্টুডিও বাংলা’র তৃতীয় সিজনের নতুন গানে। শুক্রবার প্রকাশিত নতুন গানের শেষাংশে হাজির হন হাশিম মাহমুদ। কণ্ঠে তুললেন তারই গান ‘বাজি’।

তাদের সঙ্গে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ‘ধুয়া গানের দল’কেও দেখা গেছে। এক শতাব্দীরও বেশি সময় ধরে লালন করা এক অপরূপ সাংস্কৃতিক নিদর্শন বহন করে চলছে তারা। বান্দরবান পাহাড়ের বাসিন্দা ম্রাকোইচিং গানে কণ্ঠ দিয়েছেন মারমা ভাষায়। এতে যুক্ত হয়েছেন বংশীবাদক কিয়ো উ প্রু মারমা এবং তার দাদি, ম্রাকোইচিং মারমা। এতে ছন্দময় পায়ের কাজের বাঁশের লাঠি নৃত্যও ছিল।

এদিকে, গানে নতুনভাবে পাওয়া গেছে সংগীত পরিচালক ইমন চৌধুরীকেও। গায়ক হিসেবে সামনে এলেন তিনি। ৬ মিনিটের গানের মাত্র ৪০ সেকেন্ড গেয়েছেন এর স্রষ্টা-সংগীতশিল্পী হাশিম মাহমুদ। ৪ মিনিট ১২ সেকেন্ডে তার হাজির হওয়াটাই গানটিতে যেন প্রাণ এনে দেয়। দারুণভাবে শেষ করেন হাশিম ও ইমন।

বলা দরকার, ১৮০ সুরকার ও শিল্পীর অংশগ্রহণে ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের প্রচার শুরু হয়েছিল। এই মৌসুমের তিনটি গান প্রকাশিত হয়। এর মধ্যে ২০২৪ সালের ২৫ মে প্রকাশিত হয়েছিল তৃতীয় গান ‘অবাক ভালোবাসা’। এরপর কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের আর কোনো গান আসেনি।