এবার তাহসানের সঙ্গে আইরা
প্রাক্তন তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। বাবা-মায়ের পথ ধরে অভিনয়ে নাম লিখালেন এই জুটির কন্যা আইরা তেহরীম খান। কাজ করেন একটি বিজ্ঞাপনে। যার রেশ কাটতে না কাটতে এবার বাবা তাহসানের সঙ্গেও বিজ্ঞাপনের ক্যামেরায় ধরা দিলেন আইরা।
একটি আন্তর্জাতিক মানের টুথপেস্টের বিজ্ঞাপনে তাহসানের সঙ্গে দেখা গেছে আইরাকে। সেখানে বাবার সঙ্গে অভিনয় দক্ষতা বেশ সাবলীলভাবে ফুটিয়ে তুলেছে মেয়ে। তাই তো দর্শকদের মন্তব্য, একদিন আইরা অভিনয় দিয়ে বাবা-মায়ের নাম উজ্জ্বল করবে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এর আগে, একটি ফেসওয়াশের বিজ্ঞাপনে মিথিলার সঙ্গে অভিনয় করেন আইরা। সে প্রসঙ্গে মিথিলা বলেছিলেন, ‘মেয়ের সঙ্গে প্রথম কাজ হলেও আমার জন্য বিষয়টা সহজ ছিল। তবে আইরার অনেক কষ্ট হয়েছে। ওর আগে সারাদিন শুটিং করার অভিজ্ঞতা ছিল না। আমি পাশে ছিলাম, টিমও ভীষণ সাপোর্টিভ ছিল। সব মিলিয়ে আইরা কাজটি খুব ভালোভাবে সম্পন্ন করেছে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে, কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিও পর্দায় আইরার উপস্থিতির প্রশংসা করেছেন। গণমাধ্যমে তিনি জানান, কোনো সিনেমার গল্পে উপযুক্ত চরিত্র থাকলে আইরাকেই কাস্ট করবেন তিনি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’