ফিলিস্তিনিদের সংস্কৃতির প্রতীক জলপাই গাছ উপড়ে ফেলছে ইসরায়েল
ছবি: সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর কাছে আল-মুগাইয়ির গ্রামে প্রায় ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরায়েলি সেনারা। স্থানীয় পরিষদ প্রধান জানান, প্রায় ৪ হাজার মানুষের গ্রামটিতে ০.২৭ বর্গকিলোমিটার এলাকা থেকে গাছগুলো ধ্বংস করা হয়।
ইসরায়েলি সেনাদের দাবি, এসব গাছ পাশের বসতি এলাকায় যাতায়াতকারী প্রধান সড়কের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করছিল।
ঘটনার পর থেকে গ্রামটি লকডাউনে রাখা হয়েছে। এ সময় সেনারা অন্তত ৩০টির বেশি বাড়িতে অভিযান চালিয়ে বাসিন্দাদের সম্পদ ও গাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন গ্রাম পরিষদের উপপ্রধান মারজুক আবু নাঈম।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তিনি ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফাকে বলেছেন, শনিবার ভোর থেকে ইসরায়েলি সৈন্যরা ৩০ টিরও বেশি বাড়িতে হামলা চালিয়ে বাসিন্দাদের সম্পত্তি এবং যানবাহন ধ্বংস করেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
দশকের পর দশক ধরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জলপাই গাছ উপড়ে ফেলছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনিদের কাছে জলপাই গাছ শুধু অর্থনৈতিক সম্পদ নয়, এটি তাদের সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক। গাছ ধ্বংসের এই প্রক্রিয়া ইসরায়েলের দীর্ঘমেয়াদি ভূমি দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের অংশ বলে অভিযোগ রয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের সহিংসতা ভয়াবহভাবে বেড়েছে। ফলে হাজার হাজার ফিলিস্তিনি পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস