ট্রেন্ডিং ওয়ানে ইমরান ও ঈষিকার ‘পারবো না তোমাকে ছাড়তে’
‘পারবো না কিছুতেই তোমাকে ছাড়তে, বাঁচতে চাই তোমার হাত রেখে হাতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে...।’ এমন কথার এটি ইমরান মাহমুদুল ও হোমায়রা ঈষিকার কণ্ঠে নতুন দ্বৈত গান। প্রকাশ হয়েছে ১৭ আগস্ট। গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ের ওয়ানে। বর্তমান ভিউ প্রায় বিশ লাখ। ইমরানের কণ্ঠে অডিও চলচ্চিত্রের অনেক গান জনপ্রিয়তা পেয়েছে। তবে এই গানে নতুন পরিচয়ে ইমরান আত্মপ্রকাশ করলেন। গানের কথা লিখেছেন নিজেই।
এর আগে কোনো গানে গীতিকার হিসেবে তাকে পাওয়া যায়নি। ‘পারবো না তোমাকে ছাড়তে (বরবাদ)’ শিরোনামের এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। প্রকাশ করেছে নিজের ইউটিউব চ্যানেল ‘ইমরান মাহমুদুল’ থেকে। গানটিতে মডেল হয়েছেন নাটকের জনপ্রিয় মুখ কেয়া পায়েল। গল্পনির্ভর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। কেয়া পায়েল সব সময় সুন্দর অভিনয় করেন, মিউজিক ভিডিওতেও নজর কেড়েছেন। ইমরান এখন পরিণত অভিনেতা!
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নতুন গান প্রসঙ্গে ইমরান বলেন, ‘পারবো না তোমাকে ছাড়তে’ গানটির ভিউ প্রায় ২ মিলিয়ন। খুবই ভালো সাড়া পাচ্ছি। এই সময়ে এসেছে মিউজিক ভিডিওর ভিউ, পজিটিভি কমেন্টে আমি খুবই হ্যাপি। আমার সঙ্গে গেয়েছে হোমায়রা ঈষিকা। সে খুবই ভালো গেয়েছে। এই গানে মোটামুটি ভালো এফোর্ট দিয়েছে সবাই, সবার সুন্দর প্রচেষ্টা ছিল। এটি একটি সিনেম্যাটিক রোমান্টিক গান। এই গানগুলো সবার পছন্দ, বিশেষ করে আমার কণ্ঠে শ্রোতারা বেশি পছন্দ করেন। আমরা খুবই হ্যাপি গানের ফিডব্যাক দেখে।’
ঈষিকা বলেন, “গানটির মাধ্যমে আমি প্রত্যাশার বাইরে সাড়া পাচ্ছি। এক দিনে ওয়ান মিলিয়ন ভিউ হয়েছিল। এটি আমার আর ইমরান ভাইয়ার একসঙ্গে প্রথম কাজ। এর আগে এমন সাড়া আমি কোনো গানে পাইনি। ইমরান ভাইয়ের সঙ্গে অনেক আগে থেকেই পরিচয়। হঠাৎ করেই তিনি গানটি গাইতে বললেন। এই গানের পেছনের গল্প হলো, শাকিব খানের ‘বরবাদ’ চলচ্চিত্রের জন্য গানটি তৈরি করা হয়েছিল। ইমরান ভাইয়ের আরেক গান ‘মায়াবী’ সিনেমায় প্রকাশ হয়। গানটি যেহেতু অনেক সুন্দর, তাই ইমরান ভাইয়ের প্ল্যান ছিল মিউজিক ভিডিও আকারে প্রকাশ করার। এটি সিনেমার জন্য ইমরান ভাইয়ের একক গান ছিল। মিউজিক ভিডিওর জন্য প্ল্যান চেঞ্জ করে ডুয়েট করেন এবং আমাকে গাইতে বলেন। তখনই আমার মনে হয়েছে, ভালো কিছু হবে। সম্পূর্ণ ইমরান ভাইয়ের ক্রেডিট। আমাকে সুন্দর একটি গানে গাওয়ার সুযোগ দেওয়ার জন্য ইমরান ভাইকে ধন্যবাদ।”
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল