মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে এক যুগ পরে নৌকা বাইচ

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৫, ২৩:১৭
শেয়ার :
মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে এক যুগ পরে নৌকা বাইচ

'নদী দূষণ রোধ করি, নির্মল বাংলাদেশ গড়ি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে এক যুগ পর নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নৌকা বাইচে প্রচুর দর্শক উপস্থিত ছিল। নদীর দুই তীর ও বেওথা সেতুতে দর্শনার্থীদের উপচে পরা ভিড় দেখা যায়। 

আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোছ. ইয়াসমিন খাতুন।

নৌকা বাইচে বিভিন্ন বাহারি নামের নৌকা অংশ নেয়। যার মধ্যে সোনার তরী, ময়না মতি, উড়িয়া বাজ উল্লেখযোগ্য। নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর তীর ঘেঁষে বসে বিভিন্ন দোকান পাট। ব্যবসায়ীরা বলেন একদিনের বেচাকেনা ভালই হয়েছে। নৌকা বাইচ দেখতে নারী পুরুষ সহ প্রচুর দর্শক সমাগম হয়। বৃষ্টি উপেক্ষা করেই দর্শনার্থীরা দাড়িয়ে নৌকা বাইচ উপভোগ করেন।

আয়োজকরা জানান কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ জেলার ঐতিহ্য। দীর্ঘদিন নৌকা বাইচ বন্ধ ছিল। এখন থেকে প্রতিবছর বড় পরিসরে নৌকা বাইচের আয়োজন করা হবে।