রিমান্ড শেষে কারাগারে ‎আনিসুল হক ও মেনন

আদালত প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৫, ১৯:২৭
শেয়ার :
রিমান্ড শেষে কারাগারে ‎আনিসুল হক ও মেনন

জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর মেহেদী হাসান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও রাশেদ খান মেননকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

‎‎পাঁচ দিনের রিমান্ড শেষে আজ শনিবার ঢাকার মহানগর হাকিম মো. রাকিবুল হাসান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

‎মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মো. কাউসার হুসাইন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

‎‎এর আগে গত ২০ জানুয়ারি এ মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কিন্তু গত ২০ আগস্ট তাদের কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য নেন তদন্ত কর্মকর্তা। রিমান্ড শেষে আজ তাদের আদালতে উপস্থিত করেন।

‎মামলার বিবরণীতে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে ১৮ জুলাই কমপ্লিট শাটডাউনে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় আন্দোলনে অংশ নেন মেহেদী হাসান। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।