১৭ বছর দেশের রাজনীতি বন্দী ছিল কারাগারে: সালাহউদ্দিন আহমদ
গত ১৭ বছর বাংলাদেশে কোনো রাজনৈতিক পরিবেশ ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘রাজনীতি বন্দী ছিল কারাগারে, রাজনীতি বন্দী ছিল লন্ডনে, রাজনীতি বন্দী ছিল শিলংয়ে। এ রকম উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ ছিল না।’
আজ শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে নির্বাচনের মৌসম শুরু হয়ে গেছে। আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে। দেশ এখন নির্বাচনমুখী।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঘরে ঘরে গিয়ে কর্মীদের ধানের শীষের পক্ষে সালাম দেওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়ে গেছে। বাংলাদেশের নির্বাচন পৃথিবীর মধ্যে একটি নজির স্থাপনকারী নির্বাচন হবে। সংস্কারের মধ্য দিয়ে দেশের জনগণের আশার প্রতিফলন হবে।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কেউ নন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা বা আওয়ামী লীগ এ দেশের রাজনীতি বা এ দেশের কেউ নয়, সেটা তারাই প্রমাণ করেছে। শেখ হাসিনা ভারতের লোক। আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল। তাদের নিজেদের দলের ভিতরেই কোনো গণতন্ত্র ছিল না। তাই সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে সম্মেলন ও কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না।