টেকনাফ সীমান্তে আবারও গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৫, ১৬:৩৬
শেয়ার :
টেকনাফ সীমান্তে আবারও গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজারে টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইনে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কাদের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটছে তা জানা যায়নি। এ ঘটনায় টেকনাফের বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

গতকাল শুক্রবার রাত ১০ থেকে ১১টা নাগাদ থেমে থেমে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল মোস্তফা লালু।

স্থানীয় জেলে নুরুল আলম বলেন, ‘গতকাল শুক্রবার রাতে আমাদের গ্রামের ওপারে মিয়ানমার রাখাইনে হঠাৎ গোলাগুলি শুরু হলে এপারে বিকট শব্দ ভেসে আসে। থেমে থেমে টানা ১ ঘণ্টার মতো এই শব্দ শোনা যায়। নতুন করে সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির ঘটনা আতঙ্কের কারণ। বছরখানেক আগে মিয়ানমার জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাতের সময় দিনে রাতে গোলাগুলির ঘটনা ঘটেছিল। তখন আমরা যারা সীমান্তে বসবাস করি খুবই আতঙ্কে ছিলাম।’

ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, ‘গতকাল শুক্রবার রাতে হোয়াইক্যংয়ে ওপারে রাখাইন সীমান্তে গোলাগুলির ঘটনা কাদের মধ্যে ঘটেছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে এ ঘটনা ঘটতে পারে।’

‎তিনি আরও বলেন, ‘এক বছর আগে মিয়ানমার জান্তা বাহিনী ও দেশটির বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে সংঘাতের পরে আরাকান আর্মির দখলে চলে যায়। রাখাইনের মংডুসহ কয়েকটি শহর ও গ্রাম এবং নিরাপত্তা বাহিনীর চৌকি ও ক্যাম্প। একইসঙ্গে বাংলাদেশ সীমান্তের সঙ্গে থাকা রাখাইনের ২৭০ কিলোমিটার সীমান্তও আরাকান আর্মির দখলে যাওয়ার পরে এখনো রাখাইন সীমান্তে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।’