পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলীর মৃত্যু
ফুলবাড়ী শহরের মোড়ে মোড়ে, প্রতিটি চায়ের দোকান, প্রতিটি অফিসের দরজায় ছিল তার পরিচিত ডাক ‘আজকের খবরের কাগজ লাগবে?’। কিডনি রোগে দীর্ঘদিন ভোগার পর আজ শনিবার সাকাল সাড়ে ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলী (৪৪)। শনিবার বাদ আসর জানাজা শেষে গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের হড়হড়িয়া গ্রামের দিনমজুর মো. সামসুদ্দিন মন্ডলের ছেলে ইদ্রিস আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান।
ইদ্রিস আলীর জীবন ছিল খবরের কাগজের পাতার মতোই খোলা। গত ৩০ বছর তিনি ফুলবাড়ী শহরের প্রতিটি অলিগলি, বাজার ও অফিসপাড়া ঘুরে ঘুরে পাঠকের হাতে তুলে দিতেন দিন শুরু করার প্রথম সঙ্গী-দৈনিক পত্রিকা। প্রতিদিন সকালে তাকে না দেখলে দিনের শুরুটা অসম্পূর্ণ লাগত বলে জানান এক প্রবীণ পাঠক।
এর আগে ২০২৪ সালে হঠাৎ করেই তার কিডনিতে জটিলতা ধরা পড়ে। ডাক্তারের পরামর্শে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু ক্রমবর্ধমান খরচ ও আর্থিক সংকটে চিকিৎসা আর চালিয়ে যাওয়া কঠিন হয়ে হয়ে পড়ে। পাশে দাঁড়ায় সহকর্মীসহ এলাকার গণমাধ্যম কর্মীরা। সবার সহযোগীতায় চিকিৎসায় সহযোগিতা চললেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি।
ফুলবাড়ী পত্রিকা বিক্রেতা এজেন্ট মোন্নাফ জানান, ‘ইদ্রিস ভাই ছিলেন অত্যন্ত সৎ, পরিশ্রমী ও হাসিখুশি মানুষ। শহরের প্রতিটি পাঠকের কাছে তিনি যেন পরিবারের সদস্য ছিলেন। তার অনুপস্থিতি অপূরণীয় শূন্যতা তৈরি করবে।’