৩০ বছর বয়সেই ১২ হাজার কোটি টাকার মালিক ডুয়া লিপা

বিনোদন ডেস্ক
২৩ আগস্ট ২০২৫, ১৫:০১
শেয়ার :
৩০ বছর বয়সেই ১২ হাজার কোটি টাকার মালিক ডুয়া লিপা

মাত্র ৩০ বছর বয়সেই নিজের আয়ে ১২ হাজার কোটি টাকার মালিক হয়েছেন ব্রিটিশ পপশিল্পী ডুয়া লিপা। চলতি বছর ‘ফোরটি আন্ডার ফোরটি রিচ লিস্ট’ প্রকাশ করছে দ্য সানডে টাইমস। তালিকায় ৩৪তম অবস্থানে রয়েছেন তিনি। সেখানে বলা হয়, গান থেকেই এত বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন ডুয়া লিপা। 

তিনবার গ্র্যামি পেয়েছেন ডুয়া লিপা। সর্বশেষ অ্যালবাম ‘র‍্যাডিক্যাল অপটিমিজম’ প্রকাশ করেছেন। একই শিরোনামে ওয়ার্ল্ড ট্যুরে বেড়িয়েছেন তিনি। গানের পাশাপাশি অভিনয়েও দেখা যায় ডুয়া লিপাকে। আলোচিত চলচ্চিত্র ‘বার্বি’ দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছে তার। এ ছাড়া হেনরি ক্যাভিল অভিনীত ‘আরগাইল’ সিনেমায়ও তাকে দেখা গেছে।

১৯৯৫ সালে লন্ডনে জন্ম ডুয়া লিপার। তবে তার মা-বাবা যুক্তরাজ্যের মানুষ নন, কসোভোর। ১৯৮৮ সালে কসোভোতে যুদ্ধ শুরু হলে আটকা পড়েন। ১৯৯২ সালে শরণার্থী হিসেবে আশ্রয় নেন যুক্তরাজ্যে। পরে সেখানেই থিতু হন। এরপর মন জয় করেন বিশ্বের কোটি কোটি সঙ্গীতপ্রেমীর।