দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তুলতে হবে: এটিএম আজাহারুল ইসলাম

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৫, ১৪:৪৬
শেয়ার :
দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তুলতে হবে: এটিএম আজাহারুল ইসলাম

বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে নৈতিক চারিত্রিক ও দেশপ্রেম শিক্ষা অর্জনের মধ্য দিয়ে সুশিক্ষিত হতে হবে। তবেই দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা সম্ভব। 

আজ শনিবার সকালে রংপুরের বদরগঞ্জে উপজেলা অডিটোরিয়ামে ছাত্র শিবিরের আয়োজনে এসএসসি পরীক্ষায় উত্তির্ন মেধাবী এ প্লাস শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সাবেক জেনারেল সেক্রেটারী এটিএম আজহারুল ইসলাম এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোজাহেদুল ইসলাম। 

এ সময় প্রধান অতিথি বলেন, ‘দেশকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে, আজ দেশকে মেধা শুন্য করতে প্রতিবেশি রাষ্ট্রের সীমান্ত দিয়ে আমাদের দেশে চোরাচালানের মাধ্যমে মাদক ছড়িয়ে পড়ছে। দেশে মেধাবী লোকজনের অভাব নেই। কিন্তু সুশিক্ষিত লোকজনের সংখ্যা খুবই কম। তাই বিভিন্ন সরকারি দপ্তরে অধিকাংশ সরকারি কর্মকর্তারা এখনও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমাদের দেশ দুর্নীতিমুক্ত করে আমাদেরকে বেগ পেতে হচ্ছে। আগামী প্রজন্ম সুশিক্ষিত হয়ে সরকারি কর্মকর্তাসহ এমপি মন্ত্রী হতে পারলে ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত হবে আমাদের রাষ্ট্র।’

আলোচনা সভা শেষে প্রধান অতিথি জননেতা এটিএম আজাহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ মেধাবী ছাত্রছাত্রীকে সংবর্ধনা ও তাদের হাতে ক্রেস্টসহ শিক্ষা উপকরণ তুলে দেন। 

সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় শিবিরের নেতৃবৃন্দসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সাংবাদিক শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন।