বৃক্ষরোপণ অনুষ্ঠানে যে আশ্বাস দিলেন ধামরাইয়ের ইউএনও

অনলাইন ডেস্ক
২৩ আগস্ট ২০২৫, ১৪:০৫
শেয়ার :
বৃক্ষরোপণ অনুষ্ঠানে যে আশ্বাস দিলেন ধামরাইয়ের ইউএনও

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন “জাবি পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন”-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া গ্রামের অবহেলিত প্রধান রাস্তা দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন ধামরাইয়ের ইউএনও মামনুন আহমেদ অনীক।

সম্প্রতি ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এলাকার প্রতিনিধি হিসেবে মো. ওয়াহিদুজ্জামান ধামরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছয়বাড়িয়া গ্রামের প্রধান রাস্তার দীর্ঘদিনের সমস্যা ও গ্রামবাসীর ভোগান্তির কথা তুলে ধরেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুততম সময়ে রাস্তার কাজ সম্পন্ন করার আশ্বাস দেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “গাছটিকে স্বযত্নে আমানতের মতো লালন করতে হবে। আজকের অভিজ্ঞতা তাদের আজীবনের স্মৃতি হয়ে থাকবে।”

অনুষ্ঠান শেষে স্থানীয়রা ইউএনও মামনুন আহমেদ অনীককে সরকারি রেজিস্ট্রেশনকৃত অবহেলিত ছয়বাড়িয়া জাগরণী সংঘের অবস্থা অবহিত করেন। ইউএনও আবেদনের প্রেক্ষিতে সংঘের জন্য বরাদ্দ প্রদানের প্রতিশ্রুতি দেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফলদ বৃক্ষের চারা তুলে দেন, যাতে তারা নিজ আঙিনায় রোপণের মাধ্যমে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারে। এতে বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “জ্ঞান ও নৈতিকতার আলোয় বড় হতে হবে তোমাদের। পরিশ্রম আর সততাই তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। আজকের এই আয়োজন তোমাদের জন্য নতুন প্রেরণার দ্বার উন্মোচন করল।”

জাবি পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুমানা রইছ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে পড়বে। জীবনে সফল হতে হলে লক্ষ্য স্থির রেখে সামনে এগিয়ে যেতে হবে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাজী আরিফুর রহমান (রোমান) বলেন, “যেমন একটি গাছ বড় হয়ে ছায়া দেয়, ফল ও অক্সিজেন দেয় এবং নানাভাবে মানুষের উপকারে আসে, তেমনি তোমরাও বড় হয়ে সমাজ ও দেশের সেবা করবে। গাছের অসংখ্য উপকারিতার মতোই প্রত্যেকে অবশ্যই গাছ লাগাবে। একই সঙ্গে তোমরাও একদিন গাছের মতোই মানুষের জন্য উপকারী হয়ে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছয়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আরিফ উদ্দিন, এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সহকারী পরিচালক (গণমাধ্যম ও জনসংযোগ) ও আরবান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওয়াহিদুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাবির অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক মো. আব্দুস সালাম, আরবান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মাহাবুব আলম রাসেল, অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও শাহজালাল ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ ও শাহজালাল ইসলামী ব্যাংকের এসএভিপি শফিকুল ইসলামসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও জাবি পরিসংখ্যান ছাত্র সংসদের সদস্যবৃন্দ। 

কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও সহকারী শিক্ষকরা। আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান ছিল সিনজেনটা বাংলাদেশ লিমিটেড।