পাকিস্তানে গিজারে বন্যায় ৩৩০ বাড়ি ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৫, ১২:৪৯
শেয়ার :
পাকিস্তানে গিজারে বন্যায় ৩৩০ বাড়ি ক্ষতিগ্রস্ত

পাকিস্তানের বালিস্তান প্রদেশের গিজার জেলায় মেঘভাঙা বৃষ্টিতে অন্তত ৩০০ ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ‍ ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভেঙে যায় ঘরবাড়ি। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, গতকাল সকাল থেকে ভারি বৃষ্টিতে কৃত্রিম একটি লেক তৈরি হয়ে গেছ। দেখা গেছে প্রবল বন্যার। বেশ কয়েকটি গ্রাম ভেসে গেছে। তবে এখনো কোনো হতাহতের খবর মেলেনি। 

আজ শনিবার সকাল থেকে লেকের পানি কমতে শুরু করেছে। ফলে নতুন করে ক্ষয়ক্ষতির আশঙ্কা কমে আসছে। এখন পর্যন্ত এই বন্যায় ৩৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাবু, ত্রাণ ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।