ফাহমিদা নবী ও আব্দুলের দ্বৈত কণ্ঠে মুক্তি পাচ্ছে ‘মেঘলা আকাশ’
ফাহমিদা নবী ও আব্দুলের দ্বৈত কণ্ঠে মুক্তি পেতে যাচ্ছে ‘মেঘলা আকাশ’ শিরোনামে বৃষ্টির গান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আব্দুল এবং কথা লিখেছেন যৌথভাবে সুহানা ইসলাম ও আব্দুল।
আব্দুল বলেন, ‘ফাহমিদা নবীর সঙ্গে দ্বৈত গান করা যে কোনো শিল্পীর কাছে স্বপ্নের মতো, এটা এমন একটা প্রাপ্তি যা সারাজীবন দেয়ালে টাঙানো যায়। উনি শুধু একজন তারকা নন, একজন পুরোদস্তুর শিল্পী। এই গানটা আমি উনার কণ্ঠ ভেবেই সুর করেছি। সুর ও কথা যখন উনি পছন্দ করেছেন, গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, আমি আসলে চ্যালেঞ্জের মুখে পড়ে গেছি। উনার কণ্ঠে যে ধরন তার সঙ্গে মানাতে আমাকে ভালো গাইতেই হবে, চেষ্টা করেছি বাকিটা স্রোতারা বলবেন।’
তিনি বলেন, ‘এখন ঘরে ঘরে হোম স্টুডিও, সংগীতায়োজন ভার্চুয়াল ইন্সট্রুমেন্টস নির্ভর হয়ে গেছে। গানে তেমন মৌলিক বাদ্যযন্ত্রের প্রয়োগ শোনা যায় না। অথচ একটা গানে কণ্ঠশিল্পীর যে ভূমিকা, বাদ্যযন্ত্রের উপস্থিতিও তার চেয়ে কোনো অংশে কম জরুরি নয়।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আগেকার অনেক গানে দেখবেন গানের মূল সুরের পাশাপাশি বাঁশি, বেহালা, গিটারের সলোগুলাও শ্রোতাদের মুখস্থ্য ছিল। গত শতাব্দীর ৬০/৭০ দশকের সংগীতের আদলে কয়েকটি মৌলিক বাদ্যযন্ত্র দিয়ে গানটির সংগীতায়োজন করা হয়েছে বলে জানান আব্দুল। তিনি বলেন,‘আমার কাজ নিজের মেধা এবং চেষ্টার সর্বোচ্চ দিয়ে গান বানানো। শ্রোতারাই একমাত্র পক্ষ যারা নির্ধারণ করবেন গান কেমন হয়েছে।’
‘মেঘলা আকাশ’ নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘মিষ্টি অনুভূতির গান যেমন হওয়া দরকার, গানটা তেমনই। শুনতে সহজ লাগলেও গাইবার জন্য বেশ ইমোশন ডেলিভারি দিতে হয়েছে। তরুণ প্রজন্মের যেমন ভালো লাগবে, তেমনি সবারই মুহুর্তের ভালোলাগা তৈরি করবে গানটি আশা করছি। আব্দুল খুবই মন থেকে গেয়েছে। সুরটা এবং কথাটা দারুণ। পুরো টিমের জন্য শুভেচ্ছা রইল।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সম্প্রতি ‘ভালোবাসে না’ শিরোনামে একটি একক গান মুক্তি পেয়েছে এই শিল্পীর। ইতোমধ্যে ‘মেঘলা আকাশ’ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে আব্দুলের নিজস্ব স্টুডিও গানগাঁওতে। শিগগিরই সংগীতচিত্র নির্মাণের কাজ শুরু হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গানটি আব্দুলের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।