ভারতে ফের মেঘভাঙা বৃষ্টি, ভেসে গেল ঘরবাড়ি
ভারতের উত্তরাখণ্ড প্রদেশে আবারও মেঘভাঙা বৃষ্টি হয়েছে। প্রবল এই বর্ষণে অনেক বাড়িঘর, দোকান, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত একজন তরুণীর মৃত্যুর খবর মিলেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার মধ্যরাতে প্রদেশের থারালি এলাকায় মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটে। এতে থারালি শহর, আশেপাশের গ্রাম এবং বাজার বিপর্যস্ত হয়ে পড়ে। এ ঘটনায় ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন এবং এসডিআরএফ বাহিনী।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এর আগে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের চাশোতি গ্রামে মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মুহূর্তের মধ্যেই চার ফুট উঁচু পাথর-কাদার স্রোত ও অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিচু অঞ্চলের সবই ভাসিয়ে নিয়ে যায়। এতে করে নিচু জায়গাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এতে প্রায় ৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস