চাঁদাবাজি-ছিনতাইয়ের অভিযোগে সাবেক সমন্বয়কসহ গ্রেপ্তার ২

লালমনিরহাট প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৫, ১২:১০
শেয়ার :
চাঁদাবাজি-ছিনতাইয়ের অভিযোগে সাবেক সমন্বয়কসহ গ্রেপ্তার ২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা চাঁদাবাজি ও ছিনতাই মামলায় উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক গোলাম আজমকে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা পুলিশ। এ ঘটনায় শাহাদাত হোসেন মারুফ নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গোলাম আজমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজনের বাড়ি উপজেলার রসূলগঞ্জ কোটতলী ৪নং ওয়ার্ড এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পাটগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর মোবাইল ফোন ছিনতাই করে অভিযুক্তরা। পরে মোবাইলে ব্যাংকিং অ্যাপ ইনস্টল করে ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে ২ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করে।

ভুক্তভোগী ব্যবসায়ী শুভ শর্মা জানান, গত ১২ আগস্ট রাতে তিনি প্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা ও ব্যবসায়িক মালামাল নিয়ে পাটগ্রামের উদ্দেশে রওনা হন। পথে দোলাপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে নগদ অর্থ, একটি ভ্যান গাড়ি, মোবাইল ফোন, বিমা সংক্রান্ত কাগজপত্র ও একটি সাইকেল ছিনতাই করে নেয়। এ সময় উপস্থিতদের মারধর করে মোবাইল ফোন ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এর পরদিন থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘আমরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছি। যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’