নিউইয়র্কে দুর্ঘটনায় পর্যটকবাহী বাস, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৫, ১১:৪৩
শেয়ার :
নিউইয়র্কে দুর্ঘটনায় পর্যটকবাহী বাস, নিহত ৫

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের একটি মহাসড়কে একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর অনেকে। গতকাল শুক্রবার নিউইয়র্ক রাজ্যের পুলিশ এ তথ্য জানিয়েছে।

পর্যটকরা নায়াগ্রা জলপ্রপাত পরিদর্শন শেষে নিউ ইয়র্ক সিটিতে ফেরার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাফেলো থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) পূর্বে অবস্থিত পেমব্রোকের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ভারত, চীন ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে নিউ ইয়র্ক রাজ্যের পুলিশ কমান্ডার মেজর আন্দ্রে রে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বাসের গতি বেশি থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।  তিনি বলেন, দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, বাসটিতে ৫৪ জন পর্যটক নিয়ে কানাডার সীমান্তে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাতের উদ্দেশ্যে যাত্রা করেছিল। বাসটি ফেরার পথে একটি মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।