তাহিরের ক্যারিয়ার সেরা বোলিংয়ে সাকিবদের বড় হার
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসকে বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিওর্স। অ্যান্টিগার ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে তারা হেরে যায় ৮৩ রানে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে গায়ানা তুলে তোলে রানের পাহাড়। শাই হোপের ৫৪ বলে ৮২ রানের নান্দনিক ইনিংসের সঙ্গে ২৬ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন শিমরন হেটমায়ার। শেষদিকে মাত্র ৮ বলে ২৫ রানে দলের স্কোর ২১১-তে পৌঁছে দেন রোমারিও শেফার্ড।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল অ্যান্টিগা। ৪.৩ ওভারে স্কোরবোর্ডে ছিল ৬৬ রান, বিশেষ করে তিন নম্বরে নামা কারিমা গোর ১৪ বলে ৩১ রানের ঝড় তোলেন। কিন্তু এরপরই ম্যাচের দৃশ্যপট বদলে দেন অভিজ্ঞ লেগস্পিনার ইমরান তাহির।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
সাকিব আল হাসান যখন পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন, দলের বিপর্যয় তখনও শুরু হয়নি। তবে মাত্র ৭ বলে ৮ রান করে তাহিরের ঘূর্ণিতে স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরে যান তিনি। এরপর একে একে তাহির শিকার করেন অধিনায়ক ইমাদ ওয়াসিম, শামার স্প্রিঙ্গার, উসামা মির ও ওবেদ ম্যাকয়কে। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার গড়েন ৪৬ বছর বয়সী এই লেগস্পিনার।
ফলাফল—পুরো দলই ১২৮ রানে গুটিয়ে যায়। শুরুটা ভালো হলেও এক পর্যায়ে ৫১ রানের ব্যবধানে শেষ ৯ উইকেট হারিয়ে বসে অ্যান্টিগা।
বল হাতে সাকিবও ছিলেন নিষ্প্রভ। দুই ওভারে ১৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। এবারের আসরে এই প্রথম তিনি এক ওভারের বেশি বল করেন। আগের তিন ম্যাচে কেবল এক ওভার করে বোলিং করেছিলেন তিনি। এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে সাকিবের সংগ্রহ ১ উইকেট ও ব্যাট হাতে ৪ ইনিংসে মাত্র ৩৯ রান।
অ্যান্টিগার হয়ে সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স এসেছে পেসার শামার স্প্রিঙ্গারের কাছ থেকে। ৪ ওভারে তিনি খরচ করেছেন ৬১ রান—যা অ্যান্টিগা দলের ইতিহাসে এক ম্যাচে কোনো বোলারের সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড।
এই হারে ৫ ম্যাচে অ্যান্টিগার দ্বিতীয় পরাজয় হলো। দুটি ম্যাচে জয়, একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে দলটি।