মাইলস্টোন ট্র্যাজেডি /
চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এক মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম তাসনিয়া (১৫)।
আজ শনিবার সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাসনিয়া মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়, তার বাবার নাম নাজমুল হক। বর্তমানে নলভোগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতো সে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই শিক্ষার্থীর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসা চলছিল তার। সেখানেই সকালে সে মারা গেছে।
ডা. শাওন বিন রহমান বলেন, এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যু ২০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত এ দুর্ঘটনায় মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ির স্থায়ী ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী। এ ছাড়া আহত হয়ে এখনো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।