অনুপ্রবেশকারী ঠেকাতে না পারলে বিএনপিকে পস্তাতে হবে: বাবর

মোহনগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০২৫, ১৮:২৮
শেয়ার :
অনুপ্রবেশকারী ঠেকাতে না পারলে বিএনপিকে পস্তাতে হবে: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘দলের ভিতরে অনেক অনুপ্রবেশকারী ঢুকেছে। তাদের বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘অনুপ্রবেশকারীদের ঠেকাতে না পারলে দলের যে ক্ষতি হবে তার জন্য পরবর্তীতে বিএনপিকেই পস্তাতে হবে।’

গতকাল বৃহস্পতিবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করাসহ বিএনপির বিরুদ্ধে দেশী-বিদেশী অনেক ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে।

দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘দলের কেউ যদি কোনো চাঁদাবাজি, দখলবাজী বা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডে লিপ্ত থাকে তবে দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বেকারত্ব নিরসনে বাবর বলেন, ‘দেশে বেকারত্বের সমস্যা যে হারে বেড়েছে তা নিরসনের জন্য আমাদেরকে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা ছাড়াও দক্ষ ও প্রশিক্ষিত করে যুব সমাজকে গড়ে তুলতে হবে এবং তাদেরকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে বাবর বলেন, ‘আপনারা জানেন আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিনা ভোটে গত ১৭ বছর দেশের ক্ষমতা দখল করে রেখে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ তার পরিবারের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। আওয়ামী নির্যাতনের শিকার হয়ে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো শাহাদাত বরণ করেছেন। তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্যাতিত হয়ে গত ১৭ বছর বিদেশে অবস্থান করছেন। সেখানে থেকেও তিনি দল তথা দেশের মানুষের জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন। তবে আল্লাহর রহমতে তিনি শীঘ্রই দেশে ফিরে আসবেন এবং আগামীতে তিনিই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, ইনশাআল্লাহ।’