ছেলের মৃত্যুর ১০ দিন পর মারা গেলেন মা
ছেলের মৃত্যুর পর দশ দিন যেতে না যেতেই মারা গেলেন পটুয়াখালীর দশমিনা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জায়েদ হোসেন মোল্লার মা জুলেখা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ শেষে উপজেলা সদরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এর আগে গত ১১ আগস্ট তার বড় ছেলে শফিক মোল্লা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর শুনে স্ট্রোক করেন তিনি। মৃত্যুকালে তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, দশমিনা প্রেসক্লাবের সভাপতি মো. বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শাহজাদা তোহামিন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।