কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০২৫, ১৩:২৩
শেয়ার :
কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চরহাজারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দিল রাজার বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

সাইফুল ওই বাড়ীর আলী আকবর প্রকাশ বুদ্ধির ছেলে। তিনি কুয়েত থেকে ৪ মাসের ছুটিতে বাড়ি এসেছিলেন। আগামী ২৫ আগষ্ট কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি ত্যাগ করার কথা ছিল তার।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাইফুল ২ সন্তানের জনক। তিনি কুয়েত থেকে ছুটিতে এসে নতুন ঘর করেন। সে ঘরে ফ্রিজের কানেকশন দেওয়ার সময় বৈদ্যুতিক শকে গুরুতর আহত হন। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরহাজারী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুলের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।