পরকীয়ায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম
পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় মো. আসলাম হোসেন তরুণ (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছেন পরকীয়া প্রেমিক সাদ্দাম তালুকদার।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার ৩নং ওয়ার্ডের আল-আমীন হোসেনের স্ত্রী হাফিজা আক্তারের (২৭) সঙ্গে একই এলাকার রুস্তম তালুকদারের ছেলে সাদ্দাম তালুকদারের (৩১) দীর্ঘ দিন ধরে প্রেমের সর্ম্পক চলছিল। রাতে সাদ্দাম প্রেমিকা হাফিজার বাড়ি যাওয়ার সময় প্রতিবেশি আসলাম বাধা দেন। এ সময় সাদ্দাম ও আসলাম তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সাদ্দাম কয়েকজনকে ফোনে ডেকে এনে দা দিয়ে আসলামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে আসলামের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেল উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য নামজুল হোসেন বলেন, ‘আল-আমীন হোসেনের স্ত্রী হাফিজার সঙ্গে সাদ্দাম তালুকদারের দীর্ঘ দিন পরকীয়া নিয়ে একাধিকবার সালিশি বৈঠক করেছি। পরে গতকাল রাতে আল-আমীনের স্ত্রীর সঙ্গে পরকীয়া নিয়ে সাদ্দামকে আসলাম নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সাদ্দাম তালুকদার দা দিয়ে তাকে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করেন।’
ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, ‘এ বিষয় ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’