কলম্বিয়ায় পৃথক হামলায় নিহত ১৮
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় পৃথক হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ নিরাপত্তা সংকটে ভুগছে কলম্বিয়া। দেশটির কালি শহরে একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলায় অন্তত ১২জন নিহত হন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
কর্তৃপক্ষ বলছে, এই হামলার পেছনে রয়েছে সাবেক বিদ্রোহী সংগঠন ফার্কের ভিন্নমতাবলম্বী অংশ। এই গোষ্ঠী ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করে। ওই চুক্তির লক্ষ্য ছিল দীর্ঘস্থায়ী অভ্যন্তরীণ সংঘাতের অবসান ঘটানো। এই সংঘাতে দেশটিতে সাড়ে চার লাখের বেশি মানুষ নিহত হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস