‘অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার’, চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা
‘এই পৃথিবীতে আমার কেউ নেই। যে ছিলো সে চলে গেছে। আমার আর অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার’—চিরকুটে এমন বাক্য লিখে শামীমা নাসরিন (১৮) নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া ওয়াফদা এলাকায় এ ঘটনা ঘটে। শামীমা নার্সিং বিষয়ে পড়াশোনা করছিলেন।
পারিবারিক সূত্র জানায়, শামীমার মা-বাবা কেউ বেঁচে নেই। ২০০৯ সালের ৩১ মার্চ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রাজিয়া খাতুন তাকে নিজের বাড়িতে নিয়ে লালন-পালন করে আসছিলেন। শামীমা এইচএসসি পাশ করে নার্সিংয়ে ভর্তি হয়েছিল।
রাজিয়া খাতুন বলেন, ‘আড়াই বছর বয়সে ওর মায়ের কাছ থেকে শামীমাকে নিয়ে আসেন তিনি। এরপর আর কেউ তার পরিবার খোঁজখবর নেয়নি। মেয়েকে এইচএসসি পাশ করিয়ে নার্সিংয়ে ভর্তি করিয়েছিলেন। কিন্তু গতকাল সন্ধ্যায় সে আত্মহত্যা করে।’
তিনি আরও বলেন, ‘তিনতলা বাড়িতে শামীমা নিচতলায় থাকত। নিচতলায় কেউ না থাকায় সে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘সুরতহাল রিপোর্টে মেয়েটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সকালে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’