২ শিক্ষককে হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি

অনলাইন ডেস্ক
২১ আগস্ট ২০২৫, ২০:০৪
শেয়ার :
২ শিক্ষককে হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি

সমকামিতা ও ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় দুজন শিক্ষককে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকিদাতাদের শাস্তি দাবি করে বিবৃতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ইনস্টিটিউট অব ফ্যামিলি ম্যানেজমেন্টের চেয়ারম্যান মীর লুৎফুল কবীর সা’দী ও জেনারেল সেক্রেটারি ড. ফয়সাল খান।

শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে হত্যার উসকানিদাতার গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতিতে তারা বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে, বাংলাদেশে ইসলাম ও সমাজবিরোধী অপচেষ্টা বিশেষ করে পশ্চিমা বিকৃত চিন্তা-চেতনা ও অপসংস্কৃতি স্বাভাবিকরণের কোন অপচেষ্টা সহ্য করা হবে না। কোন ব্যক্তি বা সংস্থা যারাই বাংলাদেশে এই অপচেষ্টায় লিপ্ত দল-মত নির্বিশেষে এদের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ আছে। ড. মুহাম্মদ সারোয়ার ও আসিফ মাহতাব উৎসর মাথা দ্বিখণ্ডিত করে ফুটবল খেলার চিত্র প্রকাশ করা হয়েছে। এটি সরাসরি হত্যার ডাক, নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করা ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে ভয়াবহ ভিডিও ভিজুয়াল ব্যবহারের মাধ্যমে হত্যার হুমকি।’

তারা বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড দণ্ডবিধি ৫০৬, ৫০৫ ও ১০৭ ধারা ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী গুরুতর অপরাধ। অথচ আইন শৃঙ্খলা বাহিনী এখনো হুমকি দাতাদের গ্রেপ্তার করেনি কিংবা ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করেনি। এছাড়া বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্রদল ও গণসংহতি আন্দোলনের কিছু নেতা প্রকাশ্যে হুমকিদাতাদের পক্ষে সাফাই গেয়েছেন। এমনকি ১৬২ জন কথিত নাগরিক বিবৃতি দিয়ে ভুক্তভোগী শিক্ষকদেরই ক্ষমা চাইতে বলেছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, এটি কাঠামোগত ইসলামবিদ্বেষ ও এলজিবিটি এজেন্ডা স্বাভাবীকরণ-এর অংশ।’

অবিলম্বে উসকানিদাতাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং ভুক্তভোগীদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য জন্য সরকারের নিকট জোর দাবি জানান মীর লুৎফুল কবীর সা’দী ও ড. ফয়সাল খান।