জামায়াতের দাবি পূরণ করে নির্বাচন দিতে হবে

অনলাইন ডেস্ক
২১ আগস্ট ২০২৫, ১৮:২৯
শেয়ার :
জামায়াতের দাবি পূরণ করে নির্বাচন দিতে হবে

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর দেওয়া শর্ত ও দাবি পূরণ করে নির্বাচন দিতে বলে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে জামায়াতের এ সহকারী সেক্রেটারি জেনারেল বলন, ‘পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হলেও বিশ্বের জন্য নতুন নয়। বিশ্বের ১১৭টি ডেমোক্রেটিক কান্ট্রির (গণতান্ত্রিক দেশ) মধ্যে ৯১টি কান্ট্রিতে পিআর পদ্ধতিতে ভোট হয়, নির্বাচন হয়। আমরা বলেছি, বাংলাদেশের ৫৩ বছরের ক্রাইসিসের (সংকট) অন্যতম কারণ হচ্ছে ন্যাশনাল ইলেকশন (জাতীয় নির্বাচন)। ইলেকশন কেন্দ্র করে অনেকগুলো ক্রাইসিস হয়েছে। ’

তিনি বলেন, ‘এখানে আমরা যদি সামনে আনি, কেন হয়েছে? এখানে কালো টাকার ব্যবহার হয়েছে, সন্ত্রাস, কেন্দ্র দখল এ জাতীয় বিষয়গুলো অনিয়ম, অনেক কিছুই হয়েছে। সেই জায়গাটা যদি বন্ধ করতে হয়, আমরা বেস্ট পদ্ধতি মনে করি পিআর পদ্ধতি।  বিগত দিনের যে ট্র্যাডিশনাল ইলেকশন পদ্ধতি সেটা ফেল করেছে, ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। ’

হামিদুর রহমান আযাদ বলেন, ‘ফেয়ার ইলেকশন করতে আমরা চাই, ইলেকশন কমিশন চায়, সরকার চায়, দুনিয়াবাসী, বাংলাদেশের প্রতিটি মানুষ চায়। জামায়াতে ইসলামী সব সময় ফেয়ার ইলেকশনের ব্যাপারে সোচ্চার ছিল এজন্য আমরা কেয়ারটেকার সিস্টেমটা চালু করেছিলাম। কেয়ারটেকার সরকারের প্রবর্তক জামায়াতে ইসলামী, জামায়াতে ইসলামীর তৎকালীন আমির প্রফেসর গোলাম আজম। ’

তিনি বলেন, ‘রোডম্যাপ নির্বাচন কমিশনের দৈনন্দিন কাজ। এটি নিয়ে কোনো দ্বিমত নেই জামায়াতের। তবে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন সুষ্ঠু করতে হলে পিআর পদ্ধতির বিকল্প নেই।’

তিনি বলেন, ‘সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে, যা এখনও ভোটের মাঠে অনুপস্থিত।’

জামায়াতের এ নেতা বলেন, ‘নির্বাচনের জন্য আমরা যে শর্ত ও দাবিগুলো দিয়েছি, সেগুলো এনসিউর (পূরণ) করেই নির্বাচনে যেতে হবে। তাহলে প্রতিশ্রুতি অনুযায়ী ভালো নির্বাচন হবে। না হলে ভালো নির্বাচন হবে না।’