আরও বড় হচ্ছে হারিকেন অ্যারিন
প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যাওয়া হ্যারিকেন অ্যারিন আকারে আরও বড় হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে-হারিকেনটি ক্যাটাগরি-২ শক্তির ছিল। এটি আরও শক্তি বৃদ্ধি করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের পাশ দিয়ে যাওয়া হারিকেনটির সরাসরি স্থলে আঘাত হানার সম্ভাবনা নেই। তবে এটির প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে এবং বিপজ্জনক ঢেউ সৃষ্টি হতে পারে। মার্কিন জাতীয় হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার হারিকেন অ্যারিনের ঝড়ো বাতাস-শক্তি কেন্দ্র থেকে ৩২০ মাইল পর্যন্ত বিস্তৃত হয়েছে, যা বুধবার রাতে ছিল ২৬৫ মাইল।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
হারিকেনটি এখন উত্তর ক্যারোলিনার পাশ দিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে হারিকেনটির ঝাপটা উত্তর ক্যারোলিনার বাইরের অংশ এসে পৌঁছেছে। যা ভার্জিনিয়া উপকূল দিয়ে ছড়াবে। এটি যেহেতু উপকূলে সরাসরি আঘাত হানবে না, তাই সরাসরি কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। তবে হারিকেনটির প্রভাবে সৃষ্ট বিশাল ঢেউ নিম্নাঞ্চলগুলো প্লাবিত করতে পারে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস