ট্রাম্পের প্রতি অনুগত থাকুন: মাস্ককে ভাইস প্রেসিডেন্টের সতর্কতা
যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল খোলার ব্যাপারে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে সতর্কবার্তা দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মাস্ককে নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, রিপাবলিকান পার্টির ভেতর থেকে কাজ করলে মাস্ক অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারবেন।
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়, মাস্ক ‘আমেরিকা পার্টি’ নামের নতুন দল গঠনের পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন এবং ব্যবসায়িক কাজে মন দিচ্ছেন। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে পরিকল্পনাটি বাতিল করেননি।
এরপর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমার পরামর্শ হবে—রিপাবলিকান পার্টিকে পরিবর্তন করার চেষ্টা করুন। আপনি আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও। কিন্তু তৃতীয় দল গড়ে বড় ধরনের প্রভাব ফেলতে পারবেন না।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তিনি আরও বলেন, ‘মাস্ক যদি রিপাবলিকান পার্টিতেই থেকে মতপার্থক্যগুলো ভেতর থেকে প্রকাশ করেন, তাহলে তিনি অনেক বেশি কাজ করতে পারবেন।’ তার মতে, মাস্ক এখন মার্কিন রাজনীতিতে ডানপন্থার প্রতীক হিসেবে পরিচিত। ট্রাম্পকে সমর্থন করার পর তাকে আর নিরপেক্ষ বা মাঝামাঝি ভাবা সম্ভব নয়।
ভ্যান্স বলেন, ‘আপনি যদি আইনশৃঙ্খলা, সীমান্ত নিয়ন্ত্রণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও যুক্তরাষ্ট্রে উৎপাদন বৃদ্ধিতে বিশ্বাস করেন, তবে আপনাকে রিপাবলিকান পার্টির ভেতরেই থাকতে হবে। ট্রাম্পের প্রতি অনুগত থেকেই কাজ করতে হবে। নতুন দল গড়া একটি বড় ভুল হবে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস