মির্জা আব্বাসের ১৮ বাড়ির মামলার যুক্তিতর্ক ৩১ আগস্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে ১৮ বাড়ি দুর্নীতি মামলার যুক্তিতর্কের শুনানির জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ আদেশ দেন।
আজ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারিত ছিল। তবে মামলার আসামি রাজউকের সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন। এরপর তার আত্মপক্ষ সমর্থনের শুনানি নেওয়া হয়। পরে বিচারক যুক্তিতর্কের জন্য নতুন দিন ধার্য করেন।
আসামি পক্ষের আইনজীবী মো. জয়নাল আবেদীন মেজবাহ জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আলী আহমেদ সালাম আদালতে উপস্থিত ছিলেন।
চারদলীয় জোট সরকারের আমলে সরকারি ১৮টি পরিত্যক্ত বাড়ি সাজানো দরপত্র ডেকে অস্বাভাবিক কম দামে বিক্রির অভিযোগে ২০০৭ সালের মার্চে মির্জা আব্বাসসহ ১২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করে দুদক। একই বছরের ২০ সেপ্টেম্বর মামলায় চার্জশিট দাখিল করা হয়।
চার্জশিটে বলা হয়, সাজানো দরপত্রের মাধ্যমে এবং প্রকৃত দামের চেয়ে কম দাম দেখিয়ে ১৮টি সরকারি বাড়ি বিক্রি করে আসামিরা আর্থিকভাবে লাভবান হয়েছেন। এতে সরকারের ক্ষতি হয়েছে প্রায় ১২৭ কোটি ৬৪ লাখ টাকা। পরে আরও ১৪ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে মোট ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?