রাজধানীতে ট্রাকের ধাক্কায় তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট ২০২৫, ১৬:২৮
শেয়ার :
রাজধানীতে ট্রাকের ধাক্কায় তরুণের মৃত্যু

রাজধানীর খিলগাঁও ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ইমন আহামেদ (২৬) নামে যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন সহকর্মী ও মোটরসাইকেলের চালক মো. হাবিবুর রহমান।

সহকর্মী চালক হাবিবুর রহমান বলেন, ‘খিলগাঁওয়ের ত্রমুহনী এলাকা থেকে তেজগাঁওয়ের দিকে যাওয়ার পথে পাশ দিয়ে যাওয়া একটি ট্রাক তাদের মোটরসাইকেল টিকে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে ইমন পড়ে যায়। পরে ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেল পৌনে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। 

হাবিবুর রহমানের গ্রামের বাড়ী রাজশাহী জেলার বাঘা উপজেলায়। তিনি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করতেন।