ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
২১ আগস্ট ২০২৫, ১৫:২৯
শেয়ার :
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল ওহাব আলী (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত ওহাব উপজেলার গুরুদাসপুর থেকে চাটমোহরের ছাইকোলা গ্রামের আবসার আলীর ছেলে। গতকাল বুধবার রাতে উপজেলার তালবাড়িয়া বিশ্বরোডে এলপিজি গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মোটরসাইকেল নিয়ে গুরুদাসপুর থেকে চাটমোহরের ছাইকোলা গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন আব্দুল ওহাব। পথে উদবাড়িয়া তালবাড়িয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সঙ্গে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।