ইউক্রেনের সুরক্ষা নিয়ে ‘পশ্চিমাদের’ আশ্বাসে যা বলল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২৫, ১৫:০৮
শেয়ার :
ইউক্রেনের সুরক্ষা নিয়ে ‘পশ্চিমাদের’ আশ্বাসে যা বলল রাশিয়া

ইউক্রেনের সুরক্ষা সংক্রান্ত আলোচনায় মস্কো উপস্থিত না থাকলে সেই আলোচনা ‘কোনো দিকেই এগোবে না’ বলে জানিয়েছে রাশিয়া। গতকাল বুধবার রাশিয়ার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ভবিষ্যতে কিয়েভের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমা দেশগুলির তৎপর হয়েছে। সেই প্রেক্ষিতে রাশিয়া এই মন্তব্য করে। 

ইউরোপের নেতারা সোমবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে ইউক্রেনের সুরক্ষা বিষয়ে আলোচনা করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তার সমালোচনা করেছেন। এদিন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাংবাদিক বৈঠক চলাকালীন তিনি বলেন, ‘রাশিয়াকে বাদ দিয়ে সুরক্ষার বিষয়টি আলোচনা হওয়ার বিষয়টির মানা যায় না। এই আলোচনা ফলপ্রসূ হবে না।’

বিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনকে নিরাপত্তা দিতে অ্যামেরিকা এবং ইউরোপের দেশগুলির সামরিক বাহিনীর মধ্যে পরিকল্পনা শুরু হয়েছে। লাভরভের বক্তব্য, এই আলোচনা ভিত্তিহীন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত ইউরোপের দেশগুলি, এবং সর্বোপরি যুক্তরাষ্ট্র, খুব ভালো করেই জানে রাশিয়া না থাকলে ইউক্রেনের সুরক্ষার প্রশ্ন অলীক চিন্তা ছাড়া আর কিছু নয়। ’

এ ছাড়া সামরিক জোট ন্যাটোর নেতারা জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরও নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে।  শান্তি প্রক্রিয়ায় ইউক্রেনকে সামরিক সুরক্ষা দিতে সহমত হলেও কী ভাবে সেই সুরক্ষা দেওয়া হবে তা নিয়ে পরিষ্কার কিছু বলেননি ট্রাম্প।