সিপিএল /

নাটকীয় ম্যাচ জিতে শীর্ষে সাকিবের অ্যান্টিগা

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৫, ১২:৫৪
শেয়ার :
নাটকীয় ম্যাচ জিতে শীর্ষে সাকিবের অ্যান্টিগা

ম্যাচের শেষ ২ ওভারে দরকার ছিল ৩৬ রান। টি-টোয়েন্টির অন্যতম ভয়ঙ্কর ফিনিশার কাইরন পোলার্ড ছিলেন ক্রিজে। কিন্তু তাতেও রক্ষা হলো না ত্রিনবাগো নাইট রাইডার্সের। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের অসাধারণ বোলিংয়ে আটকে গেলেন পোলার্ড, আর ৮ রানের নাটকীয় জয় তুলে নিল সাকিব আল হাসানের দল।

১৯তম ওভারে ওবেদ ম্যাকয়ের কাছে ২২ রান নিয়ে সমীকরণ নামিয়ে আনা হয়েছিল ৬ বলে ১৪ রানে। শেষ ওভারে শামার স্প্রিঙ্গার বল হাতে আসার পর প্রথম বলেই নাথান এডওয়ার্ড ১ রান নিয়ে পোলার্ডকে স্ট্রাইক দেন। এরপর চার বল টানা ডট! বিস্ময়করভাবেই কোনো রানই নিতে পারলেন না পোলার্ড। শেষ বলে একটি চার মারলেও তা ছিল শুধু ব্যবধান কমানোয় ১৫৯ রানে থেমে যায় ত্রিনবাগো, জয় ছিনিয়ে নেয় অ্যান্টিগা।

এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে সাকিবের দল। যদিও ব্যাট হাতে খুব একটা অবদান রাখতে পারেননি তিনি—১৩ বলে করেছেন মাত্র ৭ রান। তবে বল হাতে করেছেন কার্যকর এক ওভার, দিয়েছেন মাত্র ২ রান এবং নিয়েছেন ড্যারেন ব্রাভোর গুরুত্বপূর্ণ উইকেট। ৮ বলে ২ রান করে আউট হন ব্রাভো, ক্যাচ দেন ওয়াইড লং অনে।

ঘরের মাঠ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রান তোলে। ১৩.৪ ওভারে সাকিব যখন সুনীল নারাইনকে ক্যাচ দেন শর্ট ফাইন লেগে, দলের স্কোর তখন ৭৭/৫। সেখান থেকে শেষ ৩৮ বলে আরও ৯০ রান যোগ করে বড় সংগ্রহ দাঁড় করায় ফ্যালকনস। অধিনায়ক ইমাদ ওয়াসিম অপরাজিত থাকেন ২৭ বলে ৩৯ রান করে, আর ফ্যাবিয়ান অ্যালেন ঝড় তোলেন ২০ বলে ৪৫ রানের ইনিংসে। স্প্রিঙ্গারও শেষ দিকে অবদান রাখেন ৫ বলে ১০ রান করে।

১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ত্রিনবাগোর পক্ষে সর্বোচ্চ রান আসে ওপেনার কলিন মানরোর ব্যাটে—১৮ বলে ৪৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ পোলার্ডের ২৮ বলে ৪৩। তবে ত্রিনবাগোকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার মূল নায়ক ওবেদ ম্যাকয়, যিনি ৪ ওভারে ৩৯ রানে নিয়েছেন ৪ উইকেট এবং হয়েছেন ম্যাচসেরা। শেষ ওভারে চাপ ধরে রেখে জয় নিশ্চিত করেন স্প্রিঙ্গার।

সাকিবদের জন্য এটি টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয়—ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে দল।