‘সোলজার’ হবেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক
২১ আগস্ট ২০২৫, ১২:২০
শেয়ার :
‘সোলজার’ হবেন শাকিব খান

মাফিয়ার পর এবার সোলজার হচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার আসন্ন সিনেমার নাম ‘সোলজার’, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘সৈনিক’। এটি নির্মাণ করবেন বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে সিনেমার শুটিং শুরু হবে আর আসছে ডিসেম্বরে এটি মুক্তি পাবে দেশ ও দেশের বাইরে।

একাধিক সিনেমা সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, শাকিবের এই সিনেমায় নায়িকা থাকবেন নাটকের পরিচিত মুখ তানজিন তিশা। কয়েক বছর ধরে এই অভিনেত্রীর সিনেমায় অভিষেকের কথা শোনা গেলেও দেখা যায়নি। অবশেষে শাকিবের ‘সোলজার’র মধ্যদিয়ে তিশার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে।

তিশার সঙ্গে এতে আরও দুই নায়িকা থাকার কথাও শোনা যাচ্ছে। তবে তারা কারা তা এখনও জানা যায়নি। বর্তমানে শাকিব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশের ফিরেই তিনি এ সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে।

জানা যায়, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হওয়া মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছিলেন। সেই ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। সংবাদমাধ্যমের দাবি, শাকিব পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে!

তবে সিনেমার একটি সূত্র জানিয়েছে, শাকিব সরাসরি কোনো সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না, বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে, যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।

গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ, যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানা প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি। সঙ্গে জড়িয়ে থাকা উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য। এই সিনেমার মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদানও উঠে আসবে বড় পর্দায়।

নতুন এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই সব ধরনের সরকারি অনুমতি নেওয়া হয়েছে। সিনেমায় বলিউড ও দক্ষিণ ভারতীয় টেকনিক্যাল ক্রু যুক্ত থাকবেন।

নির্মাতা সাকিব ফাহাদ একাধিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনিতে কিছুটা নাটকীয়তা থাকবে। দেশপ্রেম, অ্যাকশন এবং মানবিক আবেগ সবমিলিয়ে এটি হবে শক্তিশালী গল্পের সিনেমা।