ইউক্রেনের ‘নিরাপত্তা নিশ্চয়তা’ দিল ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২৫, ১২:১৮
শেয়ার :
ইউক্রেনের ‘নিরাপত্তা নিশ্চয়তা’ দিল ন্যাটো

ইউক্রেনের ‘নিরাপত্তা নিশ্চয়তা’ নিয়ে বিস্তারিত আলোচনা করতে বুধবার বৈঠকে বসেন ন্যাটোর সামরিক প্রধানরা। বৈঠকের পর ন্যাটো থেকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ অবসানে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই বৈঠক করা হয়। বৈঠকটি স্থানীয় সময় আড়াইটায় শুরু হয় 

ন্যাটোর মিলিটারি কমিটর প্রধান অ্যাডমিরাল গুইসপো ক্রাভো দোগোন এই বৈঠককে দারুণ বলে আখ্যা দেন। তিনি বলেন,  বৈঠকে সবার অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাই। আমরা আজকের মতোই সবসময় এক থাকবো।’ ইউক্রেনের সেনাদের প্রশংসা করে বলেন, ‘আমরা আমাদের এই সাহসী ভাই-বোনদের স্মরণে রাখবো।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন শীর্ষ কর্মকর্তা ড্যান ক্যাইন, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান এবং ইউরোপীয় সামরিক প্রধানদের সঙ্গে ‘ সম্ভাব্য ইউক্রেন শান্তি চুক্তির জন্য সেরা বিকল্প’ নিয়ে আলোচনা করেন।