নারায়ণগঞ্জে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার উচিৎপুরা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাহমুদপুর ইউনিয়নের মর্দাসাদী গ্রামের শওকত, আক্তার ও সাদেক আলী নেতৃত্বাধীন একটি গ্রুপ এবং গহরদী গ্রামের আবু, মিলন ও ফিরোজ নেতৃত্বাধীন আরেকটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় উচিৎপুরা বাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনায় অন্তত ৪ জন গুরুতর আহত হন। আহতরা হলেন গহরদী গ্রামের আলমগীর (৬০) এবং মর্দাসাদী গ্রামের সাদেক আলী (৩০), সাদিকুল (১৬) ও আবীর (১৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহত আলমগীর ও সাদেক আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।