অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৮ নারী-পুরুষ আটক
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে ৫ জন নারী ও ৩ জন পুরুষ।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার গোগা সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে সালামের মোড় নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ফাহিমা খাতুন (২২), মোমিনা বেগম (৩৫), জান্নাতুল ফেরদৌস (৩৯), অর্পনা বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৫৫), সুভাষ বিশ্বাস (৬০), পিতো বিশ্বাস (৬২) ও হাবিবুর রহমান (৩৩)। তারা যশোর, নড়াইল, মাদারীপুর ও ঢাকা জেলার বাসিন্দা।
বিজিবি জানায়, গোপন খবরে তারা জানতে পারেন উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাবে বাংলাদেশি নারী-পুরুষ। এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই সীমান্ত এলাকায় অবস্থান করেন। এ সময় অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় ৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।