ট্রলের মুখে আলিয়া
মাদক সেবনের বিরুদ্ধে আওয়াজ তুলে সোশ্যাল মিডিয়ায় ট্রলের মুখে পড়লেন আলিয়া ভাট। এনসিবির চণ্ডীগড় বিভাগ সম্প্রতি টুইটার হ্যান্ডেলে বলিউড অভিনেত্রীর একটি ভিডিও পোস্ট করে, যদিও পরবর্তী সময় সেটার মন্তব্য বন্ধ করতে বাধ্য হয়।
ভিডিওতে দেখা যায়, আলিয়া মানুষকে মাদক সেবন করতে বারণ করছেন এবং তাদের মিশনে এনসিবিকে সমর্থন করতে আহ্বান জানান।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আলিয়া বলেন, “মাদকাসক্তির মতো অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে কথা বলতে চাই, জানাতে চাই এটি কীভাবে আমাদের জীবন, সমাজ এবং জাতির জন্য বড় সমস্যা হয়ে উঠছে। মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযানে এনসিবিকে সমর্থন করুন। জীবনকে ‘হ্যাঁ’ বলুন, মাদককে ‘না’ বলুন।”
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
ভিডিওটি শেয়ার করার পরই দ্রুত তা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর অভিনেত্রীকে ট্রল করতে শুরু করেন অনেকে। ট্রলিং শুরু হতেই এনসিবির হ্যান্ডেলের পক্ষ থেকে পোস্টের কমেন্ট বক্স বন্ধ করা হয়। মাদকবিরোধী প্রচারের জন্য আলিয়া সঠিক বাছাই নন, এমনটাই মত নেটিজেনদের একটা বড় অংশের। একজন লিখেছেন, ‘বলিউড মাদক নিয়ে সচেতনতা ছড়াচ্ছে, ভাবা যায়!’
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা