চ্যালেঞ্জও দেখছেন জেসি

ক্রীড়া প্রতিবেদক
২১ আগস্ট ২০২৫, ০০:০০
শেয়ার :
চ্যালেঞ্জও দেখছেন জেসি

‘ছেলেদের ম্যাচে আম্পায়ারিং করার সুযোগ পেয়েছি। এ পর্যন্ত আসতে পারব তা কখনও চিন্তা করিনি। সত্যি বলতে আমি রোমাঞ্চিত। খুবই ভালো লাগছে’- বলছিলেন সাথিরা জাকিরসি জে। এ মাসেই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ২৭ আগস্ট ডাচরা বাংলাদেশে এসে পৌঁছাবেন। ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি দিয়ে মাঠে গড়াবে সিরিজ।

বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজের বাকি দুটি ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সব ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে। ছেলেদের এই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে এবার দায়িত্ব পালন করবেন জেসি। এর আগে ঘরোয়া ক্রিকেটে ছেলেদের ম্যাচেও প্রথমবারের মতো আম্পায়ারিং করেছেন তিনি। আগামী মাসে নারী বিশ্বকাপেও আম্পায়ারিং করতে যাচ্ছেন তিনি। নারী আম্পায়ার হিসেবে অনেক প্রথমেরই সাক্ষী তিনি; এবার ছেলেদের ম্যাচে নাম লিখিয়ে আরও একটি প্রথমে নিজের নাম লেখাচ্ছেন।

অবশ্য মূল আম্পায়ার হিসেবে নেদারল্যান্ডস সিরিজে থাকছেন না জেসি; সিরিজের প্রথম ও তৃতীয় টি-টোয়েন্টিতে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন তিনি, দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাকে দেখা যাবে তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ার হিসেবে।

নেদারল্যান্ডস সিরিজের আম্পায়ার্স প্যানেলে মাসুদুর রহমান মুকুল, তানভির আহমেদের মতো দেশের অভিজ্ঞ আম্পায়ারদের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবার জেসি। ছেলেদের আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের সুযোগ পেয়ে রোমাঞ্চের পাশাপাশি চ্যালেঞ্জও দেখছেন তিনি।

তবে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে উন্মুখ হয়ে আছেন জেসি। তিনি বলেন, ‘ছেলেদের ম্যাচে মেয়ে আম্পায়ার খুব কম দেখা যায়। আমার সামনে সুযোগ এসেছে, ভালো করার চ্যালেঞ্জও কিন্তু থাকছে। আমি ভালো করার সর্বোচ্চ চেষ্টা করব।’

জেসি বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য ছিলেন। দেশের জার্সিতে ২টি ওয়ানডে ও ১টি টি- টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। পরে তিনি আম্পায়ারিংয়ে নাম লেখান। ঘরোয়া ক্রিকেট ছাড়াও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠের আম্পায়ার ও টিভি আম্পায়ার মিলিয়ে ৮ ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি পরিচালনা করেছেন তিনি।

এ ছাড়া গত বছর আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলের আম্পায়ার হিসেবে তালিকাভুক্ত হন। পরে উইমেন’স এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ উইমেন’স এশিয়া কাপে আম্পায়ারিং করেন। গত জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ উইমেন’স বিশ্বকাপ দিয়ে তিনি প্রথম বিশ্বকাপে আম্পায়ারিংয়ের স্বাদ পান।

আরও পড়ুন:

বিপাকে আলভেস