আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৫, ২৩:৩৬
শেয়ার :
আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) চাপের মুখে ফেলতে আবারও পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। আদালতের সদস্যদের লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

আল জাজিরার প্রতিবেদন সূত্রে, আজ বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অনুমোদনে আইসিসি সদস্যদের তালিকায় নতুনভাবে দুইজন বিচারক ও দুইজন প্রসিকিউটরকে যুক্ত করা হয়েছে।

রুবিও এক বিবৃতিতে বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত একটি জাতীয় নিরাপত্তা হুমকি। যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে আইনের হাতিয়ার হয়ে উঠেছে।’

যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি পূর্বে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণার পর আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালত তাদের প্রতিক্রিয়া দিয়েছে। তারা মন্তব্য করেছে যে, বর্ধিত মার্কিন নিষেধাজ্ঞাগুলো একটি নিরপেক্ষ বিচারিক প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং বিশ্বজুড়ে যুদ্ধাপরাধের শিকারদের বিরুদ্ধে স্পষ্ট আক্রমণ।

তারা কোনো নিষেধাজ্ঞা, চাপ বা হুমকির তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাওয়ার কথা জানায়।