স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার ৩

বান্দরবান প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫, ১৮:২৩
শেয়ার :
স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার ৩

বান্দরবানের রুমা উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ক্যহ্লাওয়াং মারমা, উহাইসিং মারমা ও ক্যসাইওয়াং মারমাকে গ্রেপ্তার করে। তবে এ ঘটনায় অভিযুক্ত আরো দুইজন পলাতক রয়েছেন।

রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের সদস্য গংবাসে মারমা জানান, চলতি মাসের শুরুর দিকে পাইন্দু হেডম্যান পাড়ার রাংমেশে মারমার ছেলে শৈহাইনু মারমা পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি শৈহাইনু মারমার মাধ্যমে ক্যাহ্লা ওয়াইং, ক্য ওয়ং সাই, চহাই, উহাই সিং ও ক্য সাই ওয়ং জানতে পারে। পরবর্তীতে তারা ভুক্তভোগী ওই কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণ করে।

এরপর ঘটনাটি জানাজানি হলে পাইন্দু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গংবাসে মারমা এবং পাইন্দু মৌজার হেডম্যান মংচউ মারমা স্থানীয় সালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন।

তবে ওই সালিস বৈঠকের দেওয়া সমাধানে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী ওই কিশোরীর বাবা জানায়, সালিসে ওই পাঁচ যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু ধর্ষণের বিচার না করে এভাবে টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার রাতেই রুমা থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী আমাদের সময়কে বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামালায় দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযুক্ত অন্য দুইজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’